• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

বরিশালে এমএল ঐশি ডুবি-১৩ মরদেহ উদ্ধার


প্রকাশিত: ৫:৫৯ পিএম, ২১ সেপ্টেম্বর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২৩৭ বার

88বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি  :   বরিশালের বানারীপাড়া উপজেলা মসজিদবাড়ি বাজার সংলগ্ন সন্ধ্যা নদীতে 11যাত্রীবাহী ট্রলার ‘এমএল ঐশি’ ডুবির ঘটনায় ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নয় জন পুরুষ ও চার জন নারী রয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে আরও অন্তত ২৫ জন নিখোঁজ রয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটি সকালে অর্ধশতাধিক যাত্রী নিয়ে উজিরপুর উপজেলার হারতা যাচ্ছিল। পথিমধ্যে বেলা সাড়ে ১২টায় বানারীপাড়ার মসজিদবাড়ি বাজার এলাকায় সন্ধ্যা নদীর প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়।

ঘটনাস্থলে থাকা বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জাতিরকন্ঠকে জানান, ট্রলারের পাঁচ যাত্রীকে জীবিত এবং চার নারী ও নয় পুরুষ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও জানান, ট্রলারটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল। ডুবে যাওয়া ট্রলারটির স্থান চিহ্নিত করার পর নৌবাহিনীর ডুবুরি দল ১৩ যাত্রীর মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে মজিদা বেগম নামের এক নারীর পরিচয় পাওয়া গেছে।

তিনি আরও জানান, ট্রলারের ভেতর আরো মরদেহ আছে কী না ডুবুরিরা তা খুঁজে দেখছেন। ডুবুরিরা জানান, ট্রলারটি মসজিদবাড়ি ঘাটের ৩শ’ মিটার দূরে নদীর মধ্যে ৫০ থেকে ৬০ ফুট পানির নিচে রয়েছে।

উদ্ধার তৎপরতা তদারকি করতে ঘটনাস্থলে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, স্থানীয় এমপি তালুকদার মো. ইউনুসসহ জেলা ও  উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।এদিকে উজিরপুরের হাবিবপুর, মিরেরহাট, হারতা ও বানারীপাড়ার বিশারকান্দি এলাকার শত শত নারী-পুরুষ নিখোঁজ স্বজনদের খোঁজে দুর্ঘটনাস্থলে জড়ো হয়েছেন।