বরিশালের সন্ধ্যা নদীতে ৬০ যাত্রী নিয়ে লঞ্চডুবি-
বরিশাল প্রতিনিধি : বরিশালে সন্ধ্যা নদীর দাশেরহাট পয়েন্টে ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। লঞ্চটির নাম এনএল ঐশি। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে লঞ্চটি ডুবে যায় বলে জানান স্থানীয়রা। লঞ্চের ২০ থেকে ২৫ যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তারা।বরিশালের পুলিশ সুপার এসএম আখতারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
ডুবে যাওয়া লঞ্চটি বানারিপাড়া সরূপকাঠি অভ্যন্তরীণ রূটে চলাচল করতো। তাৎক্ষণিকভাবে লঞ্চ ডুবে যাওয়ার কারণ জানা যায়নি। লঞ্চ ডুবির পর শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও মৃতদেহ উদ্ধার করা হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে লঞ্চের উদ্ধার কাজ শুরু হয়েছে। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও তথ্য জানাতে পারেনি।