বরফ গলছে-ভারত ‘সিরিয়াস’ হলে আলোচনায় রাজি পাকিস্তান
আন্তজার্তিক ডেস্ক রিপোর্টার : অবশেষে বরফ গলছে।কাশ্মীর ইস্যুতে ভারত ‘সিরিয়াস’ হলে আলোচনায় বসতে পাকিস্তান সম্মত রয়েছে।পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নিজেই একথা জানিয়েছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।শনিবার আজারবাইজানের রাজধানী বাকুতে সাংবাদিকদের নওয়াজ শরীফ বলেন, ‘চলমান কাশ্মীর সমস্যাকে গুরুত্ব দিয়ে নয়াদিল্লি সমাধানের বিষয়ে আগ্রহী হলে পাকিস্তানও তাদের সঙ্গে বসতে রাজি আছে।’
তিনি জানান, কাশ্মীরের সমস্যা সমাধানে পাকিস্তান একাধিকবার সংলাপের আহ্বান জানিয়েছে। কিন্তু, ভারত এতে সাড়া দেয়নি।পাক প্রধানমন্ত্রীর অভিযোগ, ভারতের কারণেই কাশ্মীরে অস্থিরতা বিরাজ করছে। এই ইস্যুতে ভারতকে অবশ্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশনের প্রতি সম্মন দেখাতে হবে।
উরি হামলায় ১৯ ভারতীয় সৈন্য নিহতের বিষয়ে তিনি বলেন, ‘এটি গভীর আক্ষেপের বিষয়, উরি সেনা ঘাঁটিতে হামলার ঘটনায় ভারত পাকিস্থানকে দায়ী করে আসছে। ঘটনার ৬ ঘণ্টার মধ্যেই তারা দোষারোপ শুরু করে এবং সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল) অনুপ্রবেশ করে।’
এ সময় সরকার প্রতিটি রাজনৈতিক দলের সম্মতিতে দেশে রাজনৈতিক সহনশীলতার একটি নতুন সংস্কৃতি চালু করেছে বলেও জানান নওয়াজ শরীফ।তিনি বলেন, ‘সিন্ধুতে পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি) সরকার গঠন করেছে, আমরা এটাকে সম্মান করি। একইভাবে আমরা বিরোধী দল হিসেবে এমকিউএম সম্মান করি।’নওয়াজ শরীফ জানান, পাকিস্তানকে অকার্যকর করার চক্রান্ত সত্ত্বেও তিনি দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার শপথ নিয়েছেন।