• শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪

বন্ধ গ্যাস সংযোগ চালুর দাবিতে হাসিনার হস্তক্ষেপ দাবি ঠিকাদারদের


প্রকাশিত: ৭:২৭ পিএম, ৫ নভেম্বর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৫৫ বার

স্টাফ রিপোর্টার   :  সব ধরনের বন্ধ গ্যাস সংযোগ চালুর দাবি করেছে তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক

বন্ধ গ্যাস সংযোগ চালুর দাবিতে ঠিকাদারদের মানববন্ধন - জাতীরকন্ঠ
বন্ধ গ্যাস সংযোগ চালুর দাবিতে ঠিকাদারদের মানববন্ধন – জাতীরকন্ঠ

সমিতি।শনিবার  জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান তারা। মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে কোনো প্রজ্ঞাপণ জারি না করে আকস্মিকভাবে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়। গ্যাস সংযোগের জন্য অনেক গ্রাহক ঠিকাদারদের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা তিতাস গ্যাসের চাহিদাপত্র গ্রহণ করে ব্যাংকে জমা দেয়।

নতুন গ্যাস সংযোগ বন্ধ করার পর রান্নাঘর বর্ধিতকরণের কাজগুলো চালু থাকায় অবৈধ গ্যাস সংযোগ অনেকাংশে সীমিত ছিল। এ সময় কাজ চালু থাকায় ঠিকাদাররা গ্রাহকের কাছে থেকে মজুরি নিয়ে কোনো রকমে জীবিকা নির্বাহ করছিল।
তারা আরো জানান, এ বছরের জুলাই মাসে রান্নাঘরের বর্ধিতকরণের কাজগুলো পেট্রোবাংলার নির্দেশে বন্ধ করে দেয়া হয়। এ অবস্থায় ঠিকাদারী কাজে নিয়োজিত হাজার হাজার পরিবার নিদারুণ কষ্টের মধ্যে দিনাতিপাত করছে।

মানববন্ধনে রান্নাঘর বর্ধিতকরণের কাজগুলি এবং গ্রাহকদের টাকা জমাকৃত সংযোগগুলি দ্রুত চালু করে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।আয়োজক সংগঠনের সভাপতি জাকির খানের সভাপতিত্বে এ মানববন্ধনে সাধারণ সম্পাদক কাজী ইব্রাহিম মাহামুদ, মো. আলী খোকন, সৈয়দ নুরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।