• বুধবার , ২০ নভেম্বর ২০২৪

বনের রাজা কিলার আব্বাস ক্রসফায়ার!


প্রকাশিত: ১:০৭ পিএম, ১৫ নভেম্বর ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৬৪ বার

বাগেরহাট প্রতিনিধি :  বনের রাজা কিলার আব্বাস অবশেষে ক্রসফায়ার হয়েছে! র‌্যাব জানায়, বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের বলেশ্বর নদীর কাতলার খালে rrrর‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু আব্বাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ডসহ দুই বনদস্যু নিহত হয়েছেন। এ সময়ে র‌্যাব ঘটনাস্থল থেকে বনদস্যুদের ব্যবহৃত বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

নিহতরা হলেন ইউসুফ ফকির ও রুহুল আমিন। তবে র‌্যাব তাদের পারিবারিক পরিচয়-ঠিকানা জানাতে পারেনি।

র‌্যাব-৮ এর উইং কমান্ডার রাজীব জানান, সুন্দরবনের শরনখোলা রেঞ্জে র‌্যাব সদস্যরা নিয়মিত টহলের অংশ হিসেবে বুধবার ভোরে সুন্দরবনের কাতলার খাল এলাকায় টহলে যায়।এ সময়ে বনের ভেতরে ধোয়া দেখে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান শুরু করে।

অভিযানের একপর্যায়ে বনের ভেতর থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে বনদস্যুরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে বনের ভেতর থেকে গুলি আসা বন্ধ হলে র‌্যাব ওই এলাকায় তল্লাশি করে দুই বনদস্যুর গুলিবিদ্ধ মরদেহ ও বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। তিনি আরো বলেন, পরে স্থানীয় জেলেরা নিশ্চিত করে নিহত দুই বনদস্যু আব্বাস বাহিনীর সদস্য ইউসুফ ফকির ও রুহুল আমিন।