• রোববার , ২৬ জানুয়ারী ২০২৫

বনানীতে ১৯ তলা ভবনে আগুন-জীবন রক্ষায় মানুষ নামছিল যেভাবে-


প্রকাশিত: ৬:৫৮ পিএম, ৯ জানুয়ারী ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৭৫ বার

স্টাফ রিপোর্টার  :  রাজধানীর বনানীর একটি ১৯ তলা ভবনে আগুন লাগার পর সেখানকার মানুষ banani-fire-www-jatirkhantha-com-bdজীবন রক্ষায় নামছিল দেয়াল বেয়ে। কয়েকজনের নামার দৃশ্য দেখে মানুষ বলাবালি করছিল আল্লাহ ওদের রক্ষা করো। প্রত্যক্ষদর্শীরা জানান,  রাজধানীর বনানীর একটি ১৯তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজন নারী-পুরুষকে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ওই ভবনের দেয়াল বেয়ে নামতে দেখা গেছে।

দেখা যায়, প্রথমে জিন্স প্যান্ট ও ব্লেজার পরিহিত একজন পুরুষ ভবনটির এক কর্ণার দিয়ে দেয়াল বেয়ে বেয়ে নামছেন। তাকে ফলো করে সালোয়ার-কামিজ পরা আরও দুই নারী নামছেন। এরপর তাদের অনুসরণ করে আরও একজন পুরুষকে নামতে দেখা গেছে।

এসময় নিচ থেকে মানুষজন কান্নাজড়িত কণ্ঠে বলতে শুনা গেছে- ‘এত উঁচু বিল্ডিং থেকে কিভাবে নামছে মেয়েগুলো! আল্লাহ! আল্লাহ তুমি তাদের রক্ষা করো’।

সোমবার ২টা ৪০ মিনিটে বনানীর ১৭ নম্বর সড়কের ২১ নম্বর বাড়ির নিচতলায় আগুন লাগে। পরে দ্বিতীয় তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে ওই আগুন। এতে আতংক ছড়িয়ে পড়ে পুরো ভবনটিতে।

বিকাল ৩টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় কোনো হতাহতের খবর কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ভবনটিতে অনলাইন সংবাদমাধ্যম পরিবর্তন ডটকম, দৈনিক খোলাকাগজ এবং নীলসাগর গ্রুপের কার্যালয় রয়েছে।

পরিবর্তন ডটকমের সিনিয়র সহ-সম্পাদক নাজিম উদ্দৌলা জানান, ১৯ তলা ভবনটির নীচতলায় আগুনের সূত্রপাত হয়। পরে দোতলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। তিনি জানান, পরিবর্তন কার্যালয় ভবনটির ১৮ তলায় অবস্থিত। সেখানে অনেক সাংবাদিক আটকা পড়েন। ভবনটির অন্য তলাগুলোতেও অনেক লোক ছিল।