• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

বদি হাইকোর্টে জামিন পেলেন


প্রকাশিত: ৪:৪৯ পিএম, ১৬ নভেম্বর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪৮ বার

হাইকোর্ট রিপোর্টার  :  দুনীর্তি দমন কমিশন (দুদকের) করা মামলায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান bbবদিকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

এর আগে গত ২ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা সম্পদের তথ্য গোপনের অভিযোগে এমপি আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাস কারাদণ্ড দেন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার।

রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার বদির আইনজীবী নাসরিন সিদ্দিকা লীনা সাংবাদিকদের জানিয়েছেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নির্দিষ্ট সময়ের মধ্যেই বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেছেন তারা। এখন আপিল আবেদনটি শুনানির জন্য অপেক্ষায় আছেন।

আইনজীবী লীনা আপিলে বদি ন্যায় বিচার ও জামিন পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছিলেন।আজ আপিল আবেদনের শুনানি নিয়ে বদির ৬ মাসের জামিন মঞ্জুর করলেন হাইকোর্ট বেঞ্চ।