• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

বদলে যাচ্ছে বিশ্বমানের ঢাকা সিটি-মগবাজার ফ্লাইওভারের একাংশ খুললেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ৩:০৯ পিএম, ৩০ মার্চ ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪২৩ বার

বিশেষ প্রতিবেদক  :  দেশে উন্নয়নের জোয়ার-মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ খুললেন প্রধানমন্ত্রী শেখ Mogbazer flyver-www.jatirkhantha.com.bdহাসিনা। আজ বুধবার  মগবাজার-মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও থেকে হলিফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। বেলা পৌনে ১১টার দিকে ফ্লাইওভারের ডব্লিউ-ফোর নামের অংশটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রকল্প পরিচালক নাজমুল আলম জাতিরকন্ঠকে জানান, নির্মাণাধীন মগবাজার-মৌচাক পুরো ফ্লাইওভার তিন ধাপে চালু হওয়ার কথা রয়েছে।

প্রথম ধাপে আজ ফ্লাইওভারটির হলি ফ্যামিলি হাসপাতাল থেকে সাতরাস্তা পর্যন্ত ২.১১ কিলোমিটার অংশ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হলো।মগবাজার-মৌচাক ফ্লাইওভারটির নির্মাণকাজ শুরু হয় ২০১৩ সালে। এরপর কয়েকদফা মেয়াদ বৃদ্ধির পাশাপাশি এর নির্মাণ ব্যয়ও ৩৪৩ কোটি টাকা থেকে বেড়ে দাড়ায় ১২শ কোটি টাকা।