• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

বদলে যাচ্ছে বাংলাদেশ-এবার যুক্তরাষ্ট্রে ওষুধ রফতানি


প্রকাশিত: ১:২৪ এএম, ৫ আগস্ট ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২০৫ বার

স্টাফ রিপোর্টার     যুক্তরাষ্ট্রের বাজারে প্রথমবারের মতো ওষুধ সামগ্রী রফতানি উপলক্ষে বেক্সিমকো 11ফার্মাসিউটিক্যালস লিমিটেড (বিসিএল) নগরীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এই অর্জনের জন্য বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, ‘এটি দেশের ফার্মাসিউটিক্যালস খাতের অগ্রগতি।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি।

মার্সিয়া বার্নিকাট বলেন, ‘মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছ থেকে অনুমোদন পাওয়া একটি দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া। কারণ, ‘এফডিএ’র কাজ হলো সর্বোচ্চ মান সমুন্নত রাখা এবং আমেরিকান ভোক্তাদের রক্ষা করা।’

তিনি বলেন, ‘এটি বেক্সিমকোর কঠোর পরিশ্রমের একটি ফল। সেই সঙ্গে তাদের পণ্যের মান বজায় রাখা যে কারণে বাংলাদেশ প্রথম এফডিএ অনুমোদিত ওষুধ যুক্তরাষ্ট্রে রফতানির এই অনুষ্ঠান উদযাপনে সক্ষম হয়েছে।’