বদলে যাচ্ছে ইউনাইটেড এয়ারওয়েজ-বহরে যোগ হচ্ছে তিনটি আধুনিক ড্যাশ ৮ উড়োজাহাজ
বিশেষ প্রতিবেদক.ঢাকা: বদলে যাচ্ছে ইউনাইটেড এয়ারওয়েজ।শিগগির এর বহরে যোগ হচ্ছে তিনটি আধুনিক ড্যাশ ৮ কিউ-৪০০ উড়োজাহাজ।ইউনাইটেড এয়ারওয়েজ এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ব্যবসা সম্প্রসারনের লক্ষ্যে নবম বছরে পদার্পণ উপলক্ষে তিনটি আধুনিক ড্যাশ ৮ কিউ-৪০০ সিরিজের এয়ারক্রাফট ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের বৃহত্তর বেসরকারী এয়ারলাইন্স অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটের ফ্লাইট নেটওয়ার্ক বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসাবে এই তিনটি ড্যাশ ৮ কিউ-৪০০ এয়ারক্রাফট ক্রয়ের পরিকল্পনা নিয়েছে।
ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ৭৬ আসনবিশিষ্ট এ এয়ারক্রাফট চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে ঢাকায় আসবে এবং নভেম্বর থেকে বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালিত হবে।
নতুন ড্যাশ ৮ কিউ-৪০০ এয়ারক্রাফট দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার পাশাপাশি নতুন গন্তব্য ঢাকা-দিল্লী এবং সাময়িকভাবে স্থগিত হওয়া রুট ঢাকা-ব্যাংকক ও ঢাকা-কাঠমুন্ডু রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
ইউনাইটেড এয়াওয়েজের মার্কেটিং সাপোর্ট এন্ড পাবলিক রিলেশনস্ ডিজিএম মোঃ কামরুল ইসলাম জানান, নতুন তিনটি ড্যাশ ৮ কিউ-৪০০ এয়ারক্রাফটসহ ইউনাইটেড এয়ারওয়েজের বিমান বহরে মোট ১৪টি এয়ারক্রাফট হবে, যার মধ্যে রয়েছে দু’টি এয়ারবাস এ-৩১০, পাঁচটি এমডি-৮৩, তিনটি এটিআর ৭২ এবং একটি ড্যাশ ৮-১০০ এয়ারক্রাফট।