• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

বদনাম ঘোচাতে এবার খালেদা জিয়া শহিদ মিনারে যাবেন


প্রকাশিত: ৮:৩৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪৬ বার

 

স্টাফ রিপোর্টার : বদনাম  ঘোচাতে এবার খালেদা জিয়া শহিদ মিনারে যাবেন।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী khalada-www.jatirkhantha.com.bdদল (বিএনপি)। বুধবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন, ভোর ৬টায় বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতাকর্মীদের জমায়েত ও আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা। ২২ ফেব্রুয়ারি বেলা ২টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

এছাড়া সারা দেশে দলের জেলা ও উপজেলা কার্যালয়ে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং স্থানীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। একইদিন স্থানীয় ব্যবস্থানুযায়ী ভাষাশহীদদের স্মরণে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

যৌথসভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মশিউর রহমান, কেন্দ্রীয় নেতা কাজী আসাদুজ্জামান, খায়রুল কবির খোকন, শাখাওয়াত হোসেন জীবন, এমরান সালেহ প্রিন্স, মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদল সভাপতি রাজিব আহসান প্রমুখ।