• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

বডি-ওয়ারেন্টে জঙ্গি হাদী-ধরিয়ে দিলে-পাঁচ লাখ টাকা


প্রকাশিত: ৬:৩৪ পিএম, ১৭ আগস্ট ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৩৮ বার

সাইফুল বারী মাসুম  :  অবশেষে বডি-ওয়ারেন্টে জারি করা হয়েছে জঙ্গি হাদী’র। ধরিয়ে দিলেই মিলবে পাঁচ লাখ টাকা। gongi hadi-www.jatirkhantha.com.bdআনসার আল ইসলামের সন্দেহভাজন শীর্ষস্থানীয় নেতা সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ডিএমপি বলেছে, আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) এই নেতাকে ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

বুধবার ডিএমপির ওয়েবসাইটে এই ব্যক্তির ছবিসহ এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।ডিএমপি নিউজে বলা হয়েছে, সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদী মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানলেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী।

এ ছাড়া এই ব্যক্তি প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কর্ণধার ফয়সাল আরেফিন দীপন, ব্লগার নিলাদ্রী নীলয়, ওয়াশিকুর বাবু ও নাজিম উদ্দিন সামাদ, সমকামীদের অধিকার কর্মী জুলহাস মান্নান ও তাঁর বন্ধু তনয় হত্যাকাণ্ডের সার্বিক নেতৃত্ব প্রদানকারী।

বিজ্ঞপ্তিতে চারটি নাম উল্লেখ করে বলা হয়েছে, এই নামগুলো তাঁর প্রকৃত নাম নাও হতে পারে। এই ব্যক্তিকে ধরা বা তাঁর সম্পর্কে তথ্য ডিএমপির অফিশিয়াল ফেসবুক পেজ (facebook.com/dmpdhaka/), মোবাইল অ্যাপস Hello CT—তে দেওয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়া ০১৭১৩৩৭৩১৯৪, ০১৭১৩৩৭৩১৯৮ ও ০১৭১৩৩৭৩২০৬—এই তিনটি মোবাইল নম্বরে ফোন করেও তথ্য দেওয়া যাবে।