বজ্রপাতে সারাদেশে ২৮ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক রিপোর্টার : বজ্রপাতে রাজধানীর যাত্রাবাড়িতে দুই যুবক, সিরাজগঞ্জে পাঁচজন, রাজশাহীর মোহনপুরে তিনজন, নারায়ণগঞ্জের আড়াইহাজারে একজন, শেরপুরে একজন, পাবনার চাটমোহরে দুইজন, পিরোজপুরের মঠবাড়িয়ায় একজন, নাটোরের লালপুরে দুইজন, নওগাঁর আত্রাইয়ে একজন, নেত্রকোনায় দুইজন, নরসিংদীতে তিনজন, গাজীপুরের কাপাসিয়ায় দুইজন, হবিগঞ্জে একজন ও কিশোরগঞ্জে দুইজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে ফুটবল খেলার সময় বজ্রপাতে শাহেদ সোহাগ (২১) ও তাহসিন লিংকন (২৩) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় রায়হান নামে আরো একজন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকার কনকর্ড বালুর মাঠে ফুটবল খেলার বজ্রপাতে আহত হয় তারা। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হলে ৬ টার দিকে সোহাগ ও লিংকনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে নারী ও শিশুসহ পাঁচজন মারা গেছে। নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার চকপুর গ্রামের নূর নবীর মেয়ে নূপুর খাতুন (৮), বৈকণ্ঠপুর গ্রামের দারুজ্জামানের ছেলে কৃষক আব্দুল মোতালেব (৪২) ও হাসিল মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেন (৪৫) এবং উল্লাপাড়া উপজেলার শিমলা গ্রামের আব্দুল লতিফ (৩৫) ও বেতুয়া গ্রামের গৃহবধূ শাহিনুর বেগম (৩০)।
মোহনপুর (রাজশাহী) : রাজশাহীর মোহনপুরে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার ধুরইল ইউনিয়নের পুল্লাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোছা গ্রামের রহমত আলী (২৮), হাটরা গ্রামের আব্দুল হাকিম (৫০) ও ডাঙ্গাপাড়া গ্রামের সত্যেন কুমার সত্য (৩৫)। আহতরা হলেন পুল্লাকুড়ি গ্রামের কামাল (৪৫), মুনাডাঙ্গা গ্রামের জাহানারা (৩৮), ধামিন কৈড় গ্রামের রহিমা (৫৫) ও বারউপাড়া গ্রামের আলিমন (৬৫)।
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) : মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে বলরাম দাস (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তিনি নরসিংদীর সদর উপজেলার দোয়ানী গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার নরসিংদী ও আড়াইহাজারের সীমানা এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
শেরপুর (বগুড়া) : শেরপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে একজন নিহত ও ছোটভাই আরিফুল ইসলাম গুরুতর আহত হয়েছে। আরিফুলকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহরে বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতে দুই ব্যক্তি নিহত ও অপর এক ব্যক্তি আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বারকোনা ইমান আলীর ছেলে ফজলুর রহমান (৩৫) ও একই ইউনিয়নের রাউতকান্দি গ্রামের মৃত মিহির উদ্দিন প্রাং এর ছেলে হাজী ছকির উদ্দিন (৭৫)
মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়ায় ভারী বর্ষণের সময় বজ্রাঘাতে ইউনুস সিকদার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল চারটার দিকে উপজেলার দাউদখালি ইউনিয়নের বড় হারজী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহত কৃষক ইউনুসের ছোট ভাইয়ের স্ত্রী গৃহবধূ আয়েশা বেগম (৪৫) বজ্রঘাতে গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাননো হয়েছে। নিহত কৃষক ই্উনুস উপজেলার বড় হারজী গ্রামের মৃত লাল মিয়া সিকদারের ছেলে।
লালপুর (নাটোর) : বৃহস্পতিবার বিকেলে নাটোরের লালপুর উপজেলায় বজ্রপাতে ২জন নিহত এবং ২জন আহত হয়েছে। নিহতরা হলো- উত্তর লালপুর গ্রামের পঞ্চে আলী শেখের স্ত্রী সাহারা বানু (৩২) এবং রঘুনাথপুর পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র মোবারক আলী (৩৫)।
নওগাঁ ও আত্রাই : নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে জয়নাল উদ্দিন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। জয়নাল উদ্দিন উপজেলার বিষা উত্তর গ্রামের মৃত ব্যাঙ্গা প্রামাণিকের ছেলে। বিকেলে সাড়ে ৫টার দিকে বজ্রপাতে তিনি মারা যান।
পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলায় বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে রুবেল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধোবারুহী গ্রামের আ. বারেকের ছেলে। এ সময় রুবেলের চাচি রেজিয়া আক্তার বজ্রপাতে আহত হয়।
কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বজ্রপাতে রইছ উদ্দিন (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আশুজিয়া ইউনিয়নের ভগবতীপুর গ্রামের পানিডুবি বিলের খালপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রইছ উদ্দিন ভগবতীপুর গ্রামের মৃত শামছ উদ্দিনের ছেলে।
নরসিংদী : নরসিংদী ও রায়পুরা উপজেলায় একই দিনে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। দুপুর ১টার দিকে নরসিংদী সদর উপজেলার মহিষাশুরু ইউনিয়নে মহিষাশুরা গ্রামে আব্দুল করিম (৫০) নামে এক কৃষক বজ্রপাতে মারা যান। একই সময় সদর উপজেলার নজরপুর ইউনিয়নের চম্পকনগর গ্রামে ফুলি বেগম (৩২) নামে এক গৃহবধূ বজ্রপাতে মারা যান। একইদিন দুপুরে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরচর গ্রামে বজ্রপাতে নিহত হয়েছে জ্যোসনা বেগম (৩৮) নামে এক গৃহবধূ।
কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়ায় বজ্রপাতের দিনমজুর ও এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহতরা হলো- কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার সাতআনা গ্রামের সানাউল্লাহ বেপারীর ছেলে আব্দুস সাত্তার আলী (২৬) এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিঙ্গুয়া পশ্চিম পাড়া গ্রামের কাজল মিয়ার স্ত্রী রুবি (৪০)।
হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রতাপপুর হাওরে বজ্রপাতে হাবিব মিয়ার (২৫) মৃত্যু হয়েছে। নিহত হাবিব প্রতাপপুর গ্রামের শেখ তাজুল মিয়ার ছেলে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুর ও বাজিতপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ বজ্রপাতের ঘটনা ঘটে। হোসেনপুর উপজেলায় নিহত শরীফুল ইসলাম শুভ (১৮) আড়াইবাড়িয়া গ্রামের কৃষক রহমত আলীর ছেলে। সে হোসেনপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।
অন্যদিকে বাজিতপুর উপজেলায় বজ্রপাতে স্বপন মিয়া (২০) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত স্বপন মিয়া বাহেরনগর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।