• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

বছরে ১০ লাখ গাড়ি উৎপাদন করবে ইফাদ


প্রকাশিত: ৩:৪০ এএম, ৩ ফেব্রুয়ারি ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২৮১ বার

বিশেষ প্রতিনিধি   : বছরে ১০ হাজার গাড়ী তৈরীর লক্ষ্য নিয়ে উৎপাদন কার্যক্রম শুরু করেছে ইফাদ 12অটোস লিমিটেড। দেশের চাহিদা মেটাতে বিদেশ থেকে আর গাড়ি আমদানী করতে হবে না। বিদেশ থেকে গাড়ী আমদানী করতে সময় এবং বেশি ব্যয় কমাতে বৃহস্পতিবার ইফাদের নিজস্ব কারখানায় উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেছে কর্তৃপক্ষ।

ঢাকার ধামরাইয়ে অবস্থিত ইফাদের নিজস্ব কারখানা ও উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন ভারতের asok leyland-tipu vi-www.jatirkhantha.com.bdঅশোক লেল্যান্ডের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক ভিনোদ কে. দাসারী।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মি. হর্ষা বর্ধন শ্রীংলা এবং ইফাদ গ্রুপের চেয়্যারম্যান ইফতেখার আহমেদ টিপু, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, ইফাদ অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ, পরিচালক তাসফিন আহমেদ এবং বিভিন্ন বেসরকারী ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা ও পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।
ashok-layland.www_.jatirkhantha.com_.bd_-300x191
অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, বর্তমানে বিদেশ থেকে গাড়ী আমদানী করতে বেশ সময় লাগে। এই কারখানা চালু হওয়ার ফলে ক্রেতার চাহিদা অনুযায়ী দ্রুততম সময় গাড়ী সরবরাহ করা সম্ভব হবে। যেখানে বছরে ১০ হাজার গাড়ি সংযোজন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উদ্ধোধনের আগে বক্তরা বলেন, বেসরকারী উদ্যোগে ইতিহাসে নব দিগন্তের সূচনা করেছে ইফাদ অটোস লিমিটেড। কারণ, ইফাদ অটোস লিমিটেড গাড়ি সংযোজন কারখানা চালু করায় দেশী-বিদেশী উদ্যোক্তারা উৎসাহিত হবেন।

জানা যায়, বাংলাদেশে বিগত ১০ বছরে ভারী যানবাহনের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। চাহিদা বাড়ার সাথে সাথে আমদানীকৃত গাড়িতে আমদানী বাবদ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। বিষয়টি বিবেচনায় রেখে ইফাদ অটোস লিমিটেড বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও দেশে শিল্প বান্ধব অবস্থায় পরিপ্রেক্ষিত এই সংযোজন কারখানা স্থাপন করা হয়েছে।

যেহেতু এই কারখানায় বিভিন্ন মডেলের এসি-নন এসি, বাস, ট্রাক, কার্ভাড ভ্যান সংযোজন হবে, তাই তার উৎপাদন খরচ আমদানীকৃত তৈরী গাড়ীর চেয়েও কম হবে। এ কারণে গাড়ী ক্রেতাগণও এই সুবিধা ভোগ করবেন।