• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

বঙ্গবন্ধু সেতুর ওপর আজরাইল-নিহত ৪


প্রকাশিত: ১২:২০ পিএম, ৯ জানুয়ারী ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৪৩ বার

1সিরাজগঞ্জ প্রতিনিধি :  বঙ্গবন্ধু সেতুর ওপর বাস-ট্রাকসহ পুলিশ ও দমকল বাহিনীর ৫টি যানবাহনের পর পর সংঘর্ষে কমপক্ষে ৪ বাসযাত্রী নিহত হয়েছেন।শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে সেতুর পূর্ব প্রান্তে ৪০ নং পিলারের কাছের এ দুর্ঘটনায় পুলিশ ও দমকল বাহিনীর ৫ সদস্যসহ ২০ জন আহত হন।বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের কড্ডা ট্রাফিক পুলিশ ফাঁড়ির এটিএসআই আব্দুর রশিদ এতথ্য নিশ্চিত করেছেন।

সেতু পশ্চিম, পূর্ব থানা,  ট্র্র্র্রাফিক পুলিশ এবং সেতু কর্তৃপক্ষের লোকজন নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠিয়েছেন। হতাহতরা অধিকাংশই বাস যাত্রী। তাদের মধ্যে উদ্ধারে অংশ নেয়া ২ জন পুলিশ ও দমকল বাহিনীর ৩ জন সদস্যও রয়েছেন। আহতদের মধ্যে ১০ জন গুরতর বলে জানা গেছে।

এটিএসআই আব্দুর রশিদ জানান, পাবনা থেকে ঢাকাগামী সরকার পরিবহনের একটি যাত্রী বোঝাই বাস ঢাকা যাবার পথে ঘন কুয়াশার কারণে সেতুর ওপর ঢাকাগামী একটি গরুর ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আরো একটি বাস ওই বাসকে ধাক্কা দেয়। এ সময় সরকার পরিবহন বাসটি সেতুর রেলিং-এর ধাক্কায় সেতুর ওপর উল্টে যায়। এ সময় কমপক্ষে ৪ জন নিহত ও ১৬ জন আহত হন।

সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের সার্জেন্ট হাবিবুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ও সেতু থানা এবং ট্রাফিক বিভাগের সদস্যরা উদ্ধার করতে যান। ঘন কুয়াশার কারণে পুলিশ ও দমকল বাহিনীর দুটি পিকআপ ধাক্কা খেয়ে সেতু পশ্চিম থানার চালক ও কনস্টেবল এবং দমকল বাহিনীর ৩ সদস্যসহ ৫ জন আহত হন।