• সোমবার , ১৮ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধু সফল হন বঙ্গমাতার কারণেই-প্রধানমন্ত্রী


প্রকাশিত: ২:২৩ পিএম, ৮ আগস্ট ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৭৮ বার

বিশেষ প্রতিনিধি  :  বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের মতো এ দেশের স্বাধীনতার জন্য দৃঢ়চেতা একজন সঙ্গী পেয়েছিলেন বলেই hasina-www.jatirkhantha.com.bdবঙ্গবন্ধু স্বাধীনতার সংগ্রাম আর মুক্তিযুদ্ধে সফল হয়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৮৭ তম জন্মবাষির্কী উপলক্ষ্যে মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে অায়েজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সকল সাংগঠনিক দায়িত্ব পালন করতেন আমার মা। তিনি ছাত্রলীগের সরাসরি দেখাশোনা করতেন। এমনকি সংসারের কোন বিষয় নিয়ে তিনি কখনও বাবাকে বিরক্ত করেননি। আমার মনে হয়, ঘাতকের দল জানতো এদেশের স্বাধীনতার পেছনে আমার মায়ের অবদান রয়েছে।

তাই তার উপর তাদের আলাদা আক্রোশ ছিলো। এজন্য ৭৫ এ তাকে হত্যা করা হয়েছিলো। এ দেশের মানুষ ভালো থাকলে তার বাবা-মায়ের আত্মা শান্তি পাবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।