• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন


প্রকাশিত: ১:১৬ পিএম, ৮ নভেম্বর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৪৩ বার

00স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।মঙ্গলবার দুপুরে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

এর আগে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।শ্রদ্ধ নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের স্মরণে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় আওয়ামী লীগের নব নির্বাচিত  কমিটির নেতারা ছাড়াও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১২টার দিকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া পৌঁছালে দলের কেন্দ্রীয় কমিটির নেতারা তাকে অভিনন্দন জানান।