• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

‘বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন জাতি’


প্রকাশিত: ১২:১৭ এএম, ৩০ মার্চ ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪৪ বার

স্টাফ রিপোর্টার :  আজ ২৯ শে মার্চ ২০১৭ ইং বুধবার বিকাল ৪ ঘটিকায় বঙ্গবন্ধু পরিষদ আইসিবি Bangobandu--www.hatirkhantha.com.bdশাখার উদ্যোগে ৮ রাজউক এভিনিউ, আইসিবি প্রধান কার্যালয়, লেভেল-১৪, ঢাকা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ড. এস এম আসলাম পারভেজ সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান, আইসিবি ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইফতিখার উজ জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সাবেক ডীন অধ্যাপক আ ব ম ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা মতিউর রহমান লাল্টু প্রমূখ।

বঙ্গবন্ধু পরিষদ নেতা মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান বলেন, বঙ্গবন্ধু দূরদর্শী নেতা ছিলেন বলেই একদিকে তিনি স্বাধীনতার জন্য ২৩ বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে ঘুমন্ত বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। অন্যদিকে পাকিস্তানের সাথে আলোচনার সমস্ত দরজা খোলা রেখেছেন। যখনই পাকিস্তানি সামরিক জান্তা ষড়যন্ত্রমূলকভাবে ২৫শে মার্চ রাতে পূর্ব বাংলার মানুষের উপর গণহত্যা শুরু করে এর পরপরই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার সর্বাত্মক ঘোষণা দেন।সমগ্র জাতি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবনপন যুদ্ধ পরিচালনা করে স্বাধীন রাষ্ট্রের জন্ম দেয়।

অধ্যাপক আ ব ম ফারুক বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন জাতি। তিনি পাকিস্তানের সকল প্রকার বৈষম্য, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে অধিকারহারা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের চেতনায় অনপ্রাণিত করে স্বাধীন দেশ উপহার দেন। তিনি বর্বর পাকিস্তানি বাহিনীর কর্তৃক ২৫শে মার্চ কালোরাত্রিকে গণহত্যা দিবস হিসেবে জাতীয় সংসদে স্বীকৃতি প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সাথে তিনি সরকারের নিকট আবেদন জানান, জাতিসংঘ যাতে এই গণহত্যা দিবস আন্তর্জাতিকভাবে পালন করবার স্বীকৃতি দেয় সেই বিষয়ে একটি প্রস্তাব জাতিসংঘের নিকট উত্থাপন করা।

ড. মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধু ইতিহাসের মহানায়ক ও বাঙালি জাতির জনক এই বিষয়টি ইতিহাস সত্য এই বিষয়ের কোন বিতর্ক নিরর্থক। কারণ আমাদের উচ্চ আদালতেও রায়ের মাধ্যমে বিষয়টি মীমাংসিত হয়েছে। বঙ্গবন্ধু চেয়েছিলেন শোষণহীন, দুর্নীতিমুক্ত, অর্থনৈতিক বৈষম্যহীন, সাম্য ও ন্যয়ভিত্তিক একটি আদর্শ সমাজ ব্যবস্থা। এই কাজটি সমাধান করতে পারলেই আমাদের স্বাধীনতা অর্জন অর্থবহ হবে।

মোঃ ইফতিখার উজ জামান বলেন, বাংলাদেশ আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। আর এর সফল রূপকার বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, যোগাযোগ ও ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিককালের অর্জন বিশ্বের প্রশংসা কুড়িয়েছে।

মতিউর রহমান লাল্টু বলেন, বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে জাতিকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে দেওয়া হয় নি। দীর্ঘদিন মিথ্যা ইতিহাস চর্চা করা হয়েছে। আজ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রক্ষমতায় আসীন আছেন বলেই জাতি প্রকৃত ইতিহাস জানছেন, মুক্তিযুদ্ধের চেতনার ধারায় দেশ পরিচালিত হচ্ছে। তাই আসুন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সকল ভেদাভেদ ভুলে আমরা একসাথে কাজ করি।