• মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫

ফ্লাইট মিস করায় মুম্বাই বিমানবন্দরে বিকট শব্দে চিৎকার নায়ক সালমানের!


প্রকাশিত: ৬:১৮ পিএম, ১৯ জুলাই ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১২১ বার

মিরা নায়ার মুম্বাই  :  ফ্লাইট মিস করায় মুম্বাই বিমানবন্দরে বিকট শব্দে চিৎকার করলেন নায়ক সালমান থান। আর এবাবেই তিনি খবরের মিরোনাম 111হলেন আজ। জানা গেছে,  খবরের শিরোনামে সব সময়ই থাকেন তিনি।

কখনও ধর্ষণ নিয়ে মন্তব্য করে বিপাকে পড়ে, আবার কখনও  দেহরক্ষীকে দিয়ে সাংবাদিকদের অপমান করিয়ে। আর এবার তিনি শিরোনাম হলেন, বিমান মিস হওয়ায় মেজাজ হারিয়ে চিত্কার জুড়ে!আজ মুম্বাই বিমান বন্দরে ঘটেছে এ ঘটনা।

একটি বেসরকারি সংস্থার বিমানে চেপে মুম্বাই থেকে দিল্লি পৌঁছানোর কথা ছিল সালমানের। কিন্তু, তিনি সময় মতো বিমান বন্দরে পৌঁছতে পারেননি। বিমান ছাড়ার মুহূর্তে বিমানবন্দরে পৌঁছলে তাকে আর বিমানে উঠতে দেওয়া হয়নি। আর তাতেই মেজাজ হারান ভাইজান।

বিমানে উঠতে না দেওয়া হলে তিনি ওই সংস্থার কর্মীদের ওপর রেগে গিয়ে চিত্কার জুড়ে দেন। দশদিক মাথায় তুলে জানতে চান, কেন তাকে বিমান উঠতে দেওয়া হল না। শেষমেশ, অন্য এক সংস্থার বিমানে চেপে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন সালমান। এদিকে, আগামী ১৮ নভেম্বর নাকি বিয়ের পিঁড়িতে বসছেন ‘দাবাং’ তারকা। তবে চলতি বছরের ১৮ নভেম্বর নাকি পরের বছরের ১৮ নভেম্বর, সে বিষয়ে খোলসা করে কিছু জানান তিনি।