• রোববার , ৫ জানুয়ারী ২০২৫

ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হতাহতদের ক্ষতিপূরণ দিতে রুল


প্রকাশিত: ৪:০১ পিএম, ৭ জুন ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৮৬ বার

হাইকোর্ট রিপোর্টার :  রাজধানীর মগবাজার-মালিবাগ ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে এক শ্রমিক নিহত ও দুইজন Mogbazer-flyover-www.jatirkhantha.com.bdআহত হওয়ার ঘটনায় নিহত স্বপন মিয়ার পরিবারকে ৫০ লাখ টাকা এবং আহত দুইজনের প্রত্যেকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ  কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব, দুই সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ও তমা কন্সট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালকসহ ছয়জনকে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেয়।

গত ১৩ মার্চ নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে পড়ে স্বপন মিয়া নিহত হন। আহত হন আরো দুইজন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না করে নির্মাণ কাজ করার অভিযোগে হাইকোর্টে ক্ষতিপূরণে রিট আবেদন করেন চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ব্যারিস্টার আবুল হালিম। তিনি নিজেই এ আবেদনের ওপর শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে।