ফেসিস্ট কামরুলের মধুসিটির সাইট অফিসে আগুন জনতার
কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা কেরানীগঞ্জ তাড়ানগর ইউনিয়নের সাবেক সাংসদ কামরুল ইসলামের মধু হাউজিং ও মধুসিটির সাইট অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গতকাল সকালে কাঠালতলী সাইট অফিসে আগুন দেয় জনতা।
স্থানীয় গ্রামবাসীর অভিযোগ গত ১৫ বছরে মধু হাউজিং ও মধুসিটির দুই কর্নধার সলিম ও হাবিব ততকালীন সংসদসদস্য কামরুল ইসলামের ক্ষমতার প্রভাব বিস্তার করে। নয়াগাও, বেনলা, চন্ডিপুর ও শিয়াইল মৌজার প্রায় দেড় হাজার বিঘা তিন ও চার ফসলী জমি গুলো জোরপূর্বক দখল নিয়ে ভরাট করে হাউজিং প্রকল্প গড়ে তোলে। হাতেগোনা কয়েকজন মালিকের কাছ থেকে জায়গা ক্রয় করে অনেক নিরিহ গ্রামবাসীর ফসলী জমি দখল করে ভরাট করে।
প্রাণনাশের ভয়ে কেউ মুখ খুলতে চায় না। হাসিনার সরকারের পতনের পর কেরানীগঞ্জের প্রভাবশালী কয়েকজন বিএনপি নেতাকে ম্যানেজ করে বুধবার সকালে ড্রেজারের পাইব ফেলে সাইট অফিস নির্মাণ করে তিন-চার ফসলী কৃষি জমি গুলো ভরাটের উদ্যোগে নিলে বিক্ষুব্ধ জনতা মুধুসিটি ও মধু হাউজিং এর কাঠালতলী সাইট অফিস আগুন দিয়ে পুরিয়ে দেয়। কেরানীগঞ্জ মডেল থানার ওসি জানান, তারা বিষয়টি শুনেছেন তবে কেউ কোন অভিযোগ দায়ের করেনি।