• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

ফেসবুক ‘ভাইয়া’ থেকে লম্পট প্রেমিক!ঢাবি ছাত্র রাতভর ধর্ষণ করলো কিশোরীকে


প্রকাশিত: ২:৩৫ এএম, ২৫ মে ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২১৩ বার

প্রিয়া রহমান   :  ফেসবুক ‘ভাইয়া’ থেকে লম্পট প্রেমিক ঢাবি ছাত্র রাতভর ধর্ষণ করলো কিশোরীকে । 12মাত্র দু’মাসের পরিচয়! ফেসবুকে ‘ভাইয়া’ থেকে প্রেম ! অতঃপর চোখে হাজারো স্বপ্ন নিয়ে গতকাল বিকেলে টিএসসিতে প্রথমবার দেখা করতে এসেই ঢাবি ছাত্র কতৃক একটি আবাসিক হোটেলে রাতভর ধর্ষণের শিকার হবার অভিযোগ কিশোরীর!

অল্পকিছুদিন আগে ফেসবুকে পরিচয় তারপর একটু একটু করে ভালোলাগা থেকে প্রেমের সম্পর্ক। এরপর ‘চিরাচরিত নিয়মে’ এই সময়ে বেশিরভাগ ক্ষেত্রে যা ঘটছে তার বিপরীতে ভালো কিছু যোগ হলোনা কিশোরীর ভাগ্যে। মাত্র দু’মাস আগে ফেসবুকে পরিচয় এরই মধ্যে প্রেম সেই প্রেমের সুত্র ধরেই তথাকথিত প্রেমিকের কাছে এবার ধর্ষণের শিকার হয়েছেন সদ্য এসএসসি পাস এক স্কুলছাত্রী (১৭)।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রের বিরুদ্ধে আবাসিক হোটেলে রাতভর আটকে রেখে ধর্ষণের অভিযোগ তুলেছেন ঐ কিশোরী। (মামলার আগে ভিকটিমের নাম ও অভিযুক্ত ছাত্র, দুজনেরই নাম প্রকাশ করা হলোনা )

বর্তমানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)তে ভর্তি আছেন ঐ কিশোরী ।

কেরানীগঞ্জের চুনকুঠিয়া গার্লস স্কুল থেকে এবারই এসএসসি পাস ঘটনার শিকার ওই কিশোরী ঢামেকের ওসিসি’তে অশ্রুসিক্ত নয়নে কাঁদতে কাঁদতে জানান, ‘ চলতি বছরই মার্চ মাসের শেষের দিকে ফেসবুকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ঢাকা বিশ্ববিদ্যালের আইআর এর চতুর্থ বর্ষের এক ছাত্র।

প্রথমে ‘ভাইয়া’ সম্বোধন করলেও পরে তার সুন্দর সুন্দর কথায় মুগ্ধ হয়ে সে সম্পর্ক গড়ায় ভালোলাগায়। এরই মাঝে দুজনের ফোন নাম্বার আদান প্রদান হয়। রাত জেগে ফেসবুকে চ্যাটিং এর সাথে ফোনেও কথা হত। কিশোরীর সাথে কথা বলেই জানা গেলো, বরাবরই তার ছেলেটিকে (বর্তমানে ধর্ষণে অভিযুক্ত ছাত্র )টিকে খুব ভদ্র মনে হত।

পুর্ব পরিকল্পনা অনুযায়ী রোববার বিকেলে টিএসসি মোড়ে তারা প্রথমবার দেখা করে। কিশোরীর দেয়া বক্তব্যমতে, দেখা করে সন্ধ্যার দিকেই বাড়িতে ফিরে যাবার কথা ছিলো তার। কিন্তু অভিযুক্ত ঢাবি ছাত্রটি তাকে নিজে বাসায় পৌছে দেবার কথা বলে তাকে ‘ফুঁসলিয়ে’ কালক্ষেপন করে ।

এরপর টিএসসি, ঢাবি চত্বর, সোরয়ার্দি উদ্যান, শাহবাগ সহ বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে সেখান থেকে তাকে ‘কৌশলে’ রাত সাড়ে ৮টার দিকে দৈনিক বাংলা মোড়ের হোয়াং সি নামের একটি রেস্টুরেন্টের পাশের হোটেলের দোতালায় নিয়ে যায়। এরপর সেই হোটেলের কক্ষেই ভয়ভীতি দেখিয়ে রাতভর কয়েকদফায় ধর্ষণ করে ‘তথাকথিত প্রেমিক’।

মেয়েটির ভাষ্য অনুযায়ী, হোটেলে পৌছানোর পর মুহুর্তেই বদলে যায় ছেলেটির চেহারা! তার শত আকুতি, কান্না কিছুই গলাতে পারেনি ছেলেটির মন। সারারাত অমানবিক নির্যাতন আর ধর্ষণের পরে সকাল ১১টার দিকে তাকে টিএসসি এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত ছেলেটি’ ।

পরে বিদ্ধস্ত অবস্থায় মেয়েটি বাসায় ফিরে ঘটনার কথা পরিবারকে জানায়। বিকেলেই মেয়েটির বাবা আফজাল হোসেন তাকে পরীক্ষা করানোর জন্য ঢামেকে ওসিসিতে নিয়ে আসেন ।এ প্রসঙ্গে, মেয়েটির বাবা জানান, ‘ হাসপাতালে পরীক্ষা শেষে থানায় মামলা করবো।