• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

ফেসবুক বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ দেবে


প্রকাশিত: ৭:৩৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৬০৫ বার

স্টাফ রিপোর্টার : এবার ফেসবুক বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ দেবে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন মেনে চলতে ফেসবুক পূর্ণ সম্মতি দিয়েছে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। সোমবার ঢাকায় বিটিআরসি মিলনায়তনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে ফেসবুকের উচ্চ পর্যায়ের ৮ সদস্যের প্রতিনিধিদলের সমন্বয় বৈঠকে এ সম্মতি মিলেছে। দেশে ও দেশের বাইরে এখন যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে ফেসবুক। তাই ব্যবহারকারীরা চান নিজের ফেসবুক নিরাপদে থাকুক। তাই বাংলাদেশে ফেসবুকের স্থানীয় প্রতিনিধি নিয়োগ ফেসবুক ব্যবহারীদের জন্য সুসংবাদ বটে।