• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

ফেসবুক ইউটিউব নিয়ন্ত্রণের ক্ষমতা’য় সরকার


প্রকাশিত: ৪:২৯ পিএম, ২৯ জুন ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৫৮১ বার

স্টাফ রিপোর্টার : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবরের থেকে ফেসবুক ও ইউটিউবের নিয়ন্ত্রণের ক্ষমতা আর্জন করবে সরকার যা গুজব প্রতিরোধে সহায়ক হবে। শনিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর: তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন গণমাধ্যমে ভুয়া খবর নিয়ন্ত্রণ করতে হলে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা লাগবে। তারা যদি আমাদের বলে এই অনলাইনগুলো বৈধ তাহলে আমরা বাকীগুলো বন্ধ করে দিব। অন্যদিকে ফেসবুক ও ইউটিউবগুলোতে কেউ গুজব স্ট্যাটাস দিলে আমরা সরাসরি হস্তক্ষেপ করতে পারি না। কারণ কোম্পানি দুইটি আমেরিকান। তারা যেকোন বিষয়ে আমেরিকান কমিউনিটি স্টান্ডার্ড অনুসরণ করে। তবে আগামি সেপ্টেম্বরের পর সেখানেও হস্তক্ষেপ করতে পারব বলে আশা করি।