• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

ফেসবুকে অর্ধনগ্ন সেলফি তুলে পোস্ট-নারী পুলিশ কর্তা সাসপেন্ড


প্রকাশিত: ৩:১৩ এএম, ৮ সেপ্টেম্বর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৫১ বার

ডেস্ক রিপোর্টার : মেক্সিকোর মনটেরের ১ টি স্থানে গাড়িতে করে ভ্রাম্যমাণ ডিউটিতে ছিলেন নাদিয়া গার্সিয়া নামে ১ সুন্দরী 88পুলিশ কর্মকর্তা। হাঠাৎ তারি মনে ১ উদ্ভূত ইচ্ছা জাগলো। যেই ভাবা সেই কাজ। অবাক করে দিয়ে গায়ের পোশাকটা খুলে ফেলেন তিনি। বিভিন্ন ভঙ্গিমায় ফটাফট কয়েকটা অর্ধনগ্ন সেলফি তুলে নেন। তবে এ পর্যন্ত কোনো সমস্যাই ছিল না।

বিপত্তি ঘটে সেই ছবি ফেসবুকে পোস্ট করে। রাতারাতি তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতেই সাসপেন্ড করা হয় নাদিয়াকে। সেই সঙ্গে তাকে লিখিত ক্ষমা চাওয়ারও নির্দেশ দেয়া হয়। নাদিয়া গার্সিয়া অবশ্য তা অক্ষরে অক্ষরে পালন করেছেন।
নিজের বক্তব্যে তিনি এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।

তবে তার আশঙ্কা অন্য জায়গায়, এ ঘটনা তার ২ সন্তান, স্বামী ও পরিজনদের উপরেও প্রভাব ফেলতে পারে হয়তো। তার উপর থেকে শাস্তি তুলে নেয়া হবে কি না, সে বিষয়টিও এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনাধীন। আর নাদিয়ার এ ঘটনা নিয়ে এখন ভালোই ভাবাচ্ছে মেক্সিকান পুলিশকে।