• সোমবার , ২৫ নভেম্বর ২০২৪

ফেল করায় ছাত্রীর আত্মহত্যা বাঁচাতে গিয়ে খালা’র মৃত্যু!


প্রকাশিত: ৭:০১ পিএম, ৪ মে ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৬২ বার

ইসলামপুর প্রতিনিধি  :  জামালপুর জেলার ইসলামপুরের টংগের আলগা এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে শারমিন আক্তার (১৬) নামে একজন এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। ওই সময় শারমিনকে বাঁচাতে গিয়ে তারই sss সুখতারা বেগম (২৫) নামে অপর একজন গর্ভবতী নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ইসলামপুরের হাড়িয়াবাড়ী গ্রামের আব্দুস সালামের কন্যা শারমিন আক্তার স্থানীয় শহীদ খালেদ মোশারফ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। বৃহস্পতিবার দুপুরে পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেলে শারমিন পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর পায়।

এরপর ক্ষোভে দুঃখে শারমিন আক্তার দৌড়ে ট্রেনের সামনে গিয়ে ঝাঁপ দেয়। ওই সময় শারমিনকে বাঁচাতে যায় তারই খালা সুখতারা বেগম (২৫) নামে অপর একজন গর্ভবতী নারী। একপর্যায়ে তারা দুইজনই ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।

নিহত সুখতার বেগম ইসলামপুরের পাথর্শী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। ইসলামপুর থানার ওসি দীন- ই আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম এহছানুল মামুন এবং ইসলামপুর সার্কেল এএসপি আবু সুফিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।