• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

ফের পরী ঝড়-এবার ফোটা ফোটা রক্ত..


প্রকাশিত: ১১:৪৭ পিএম, ১ জানুয়ারী ২৩ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১২৭ বার

বিনোদন রিপোর্টার : বিছানায় ফোঁটা ফোঁটা রক্তের দাগওয়ালা দুটি ছবি ফেসবুকে আইডিতে প্রকাশ করে অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সেই সাথে আরও জানান, বছরের প্রথম দিনই সংবাদ সম্মেলনে আসছেন তিনি।

রবিবার ভোর সোয়া ৫টায় ফেসবুকে ছবি দুটি পোস্ট করলেও বিস্তারিত কিছু লেখেননি নায়িকা। তার সঙ্গে যোগোযোগ করা যায়নি। তবে একদিন আগেই স্বামীর সাথে সংসার ভাঙার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

শুক্রবার মধ্যরাতে ফেসবুকে তিনি লেখেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

পরে একাধিত গণমাধ্যমে তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই সমস্যা চলছিল। সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করছিলাম, পারলাম না। একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়েই আলাদা হলাম। মানসিকতা এখন ভালো নেই; এর বেশি কিছু বলতে পারছি না।

বিষয়টি নিয়ে মুখ খোলেননি শরিফুল রাজও।