ফের ঝামেলায় ইউএস-বাংলার ফ্লাইট!
বিশেষ প্রতিনিধি : ফের ঝামেলায় ইউএস-বাংলার ফ্লাইট!এবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় ২৫ মিনিট পর একই বিমানবন্দরে ‘জরুরি অবতরণ’ করেছে ইউএস-বাংলার একটি ফ্লাইট।শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে ১৬৪ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করা ইউএস-বাংলার বিএস ৩১৫ ফ্লাইটটি ফুয়েল ফিল্টারে সমস্যার কারণে সকাল সোয়া ৯টার দিকে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বন্দরে ফিরে আসে এবং অবতরণ করে।
সিভিল এভিয়েশন অথরিটির পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনস) উইং কমান্ডার চৌধুরী এম জিয়াউল কবির জানান, এটি জরুরি অবতরণ নয়। ফুয়েল ফিল্টার বাইপাস ওয়ার্নিং লাইট দেখানোর কারণে বিমানটি ল্যান্ড করতে বাধ্য হয়েছে।ইউএস-বাংলার মহাব্যবস্থাপক কামরুল জানান, বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি ফিরে আসার পর পুনরায় চেক করা হয়েছে। তবে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি।
তিনি জানান, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই পাইলট ফিরে এসেছেন। তবে এতে কোনো ত্রুটি পাওয়া যায়নি।টাওয়ারের ক্লিয়ারেন্স পাওয়ার পর ফ্লাইটটি বেলা পৌনে ১২টার দিকে আবারও মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে বলেও জানান তিনি।