• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

ফের জাফর ইকবাল ও তার স্ত্রীকে হত্যার হুমকি-নিরাপত্তা জোরদার


প্রকাশিত: ২:০৩ পিএম, ১৫ অক্টোবর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪৯ বার

 
সিলেট প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার 77স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইয়াসমিন হককে আবারো হত্যার হুমকি প্রদান করা হয়েছে।

ঘটনার সত্যতার কথা জানিয়ে সিলেট জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন শনিবার দুপুরে জাতিরকন্ঠকে জানান, তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাসভবনে সার্বক্ষণিক সশস্ত্র পুলিশ পাহারা বসানো হয়েছে।জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে গত বুধবার এই শিক্ষক দম্পতিকে হত্যার হুমকি দেওয়া হয়। শুক্রবার বিকেলে এ ব্যাপারে তাঁরা সিলেট নগরীর জালালাবাদ থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন। ডায়েরি নং ৫৯২(১৪/১০/২০১৬)।

উল্লেখ্য এর আগেও একই ভাবে ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রীকে হত্যার হুমকি দেয়া হয়।