• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

ফের উত্তপ্ত পাহাড়ের রাজনীতি- ইউপি চেয়ারম্যান প্রার্থী শান্তিহা গুলিতে নিহত


প্রকাশিত: ৩:১৯ পিএম, ২১ মার্চ ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৫১ বার

জুয়েল চৌধুরী   :   ইউ পি নির্বাচন সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড়ের রাজনীতি। প্রতিপক্ষকে টার্গেট 4------করে চলছে সন্ত্রাসী তান্ডব। রবিবার গভীর রাতে বান্দরবানের রুমা উপজেলায় শান্তিহা ত্রিপুরা (৩৫) নামে সম্ভাব্য এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।

জানা গেছে, রবিবার গভীর রাতে জনসংহতি সমিতির (জেএসএস)  শান্তিহা ত্রিপুরাকে (৩৫) ঘর  থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয় । পরে সন্ত্রাসীরা তার শান্তিহারের বসতবাড়িও পুড়িয়ে দেয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জাতিরকন্ঠকে বলেন, ‘উপজেলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে গালেংগ্যি ইউনিয়নের রামদুপাড়ায় দুর্বৃত্তরা শান্তিহাকে গুলি করে। এলাকাটি দুর্গম হওয়ায় লাশ এখনো উদ্ধার করা যায়নি।’