• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

ফের আইপিএল কাঁপাতে ভারত যাচ্ছে ফিজ


প্রকাশিত: ১২:২৮ পিএম, ৪ এপ্রিল ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১২১ বার

MUSTAFIZ-www.jatirkhantha.com.bd.3

স্পোর্টস রিপোর্টার :  গতবারের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তার ভূমিকা ছিল অনেকটাই। নতুন বল হোক বা পুরনো, মুস্তাফিজুর রহমান কিন্তু সব সময় ব্যাটসম্যানকে চাপে রেখেছেন। ডেথ ওভারে তার কাটার এবং সেøায়ারের দিশেহারা ছিলেন ব্যাটসম্যানরা। কিন্তু এই মৌসুমে বাংলাদেশের পেসারকে সানরাইজার্স হায়দরাবাদ আদৌ পাবে কি না, তা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছিল।

MUSTAFIZ-www.jatirkhantha.com.bd-1সানরাইজার্স কোচ টম মুডি অবশ্য আশাবাদী, মুস্তাফিজকে পাওয়া যাবে। সানরাইজার্স কোচ বলেন, আমরা আশা করছি, ৭ এপ্রিলের মধ্যে মুস্তাফিজ এখানে পৌঁছাবে। মুডি অবশ্য এও বলছেন, মুস্তাফিজ ফিটনেস সমস্যা বা ক্লিয়ারেন্স নিয়ে তারা কোনও খবর পাননি।

‘এই তার্টার মাস্টার আসবে কী আসবে না- এই নিয়ে আমাদের অফিসিয়ালি কেউ কিছু জানায়নি। তাই আমরা ওকে ধরেই এগোচ্ছি। সানরাইজার্সে ‘ফিজ’ অর্থাৎ মুস্তাফিজুর রহমানের সঙ্গী ভুবনেশ্বর কুমার ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন।

MUSTAFIZ-www.jatirkhantha.com.bd৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল। ওই দিন ম্যাচ আছে মুস্তাফিদের। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ ৬ এপ্রিল। মনে করা হচ্ছে বিসিবির অনুমতি পেলে কলম্বো থেকে সরাসরি ভারত চলে যাবেন মুস্তাফিজ।