• মঙ্গলবার , ৭ জানুয়ারী ২০২৫

ফের অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি


প্রকাশিত: ৯:২২ পিএম, ৭ ডিসেম্বর ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৪৪ বার

রুবেল হোসেন  :  রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ফের হত্যার হুমকি দিয়ে চিঠি mahbub-e-alam-www.jatirkhantha.com.bdদেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তার অফিসে এ চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। চিঠিতে বলা হয়েছে, ‘সময় চলে এসেছে, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হও।’ চিঠিটি পাওয়ার পর এ ব্যাপারে সাধারণ ডায়েরি করতে শাহবাগ থানায় তার একান্ত সচিবকে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ হুমকির কারণ সম্পর্কে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘কারা এ চিঠি পাঠিয়েছে তা জানি না। তবে এসব চিঠিতে আমি মোটেও ভীত নই।’ তিনি আরও বলেন, ‘হুমকি আসবে এবং এটা সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে। সবাইকে নাশকতামূলক কাজের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

Save