• বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪

ফেনীতে নয়া গডফাদার-অস্ত্রের ঝনঝনানি-১৫ আগ্নেয়াস্ত্রসহ লীগের ২৪ নেতা-কর্মী গ্রেপ্তার


প্রকাশিত: ৪:৫৯ এএম, ৭ জুন ১৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২০১ বার

nizam-hazari_4ডেস্ক রিপোর্ট : ফেনীর লালপুর এলাকায় গাড়িতে তল্লাশি চালিয়ে ১৫টি আগ্নেয়াস্ত্রসহ আওয়ামী লীগের ২৪ কর্মীসহ ২৬ জনকে আটক করেছে র‌্যাব। তাদের মধ্যে দুইজন গাড়ি চালক রয়েছেন। আটককৃতরা ফেনী-২ আসনের সরকারদলীয় এমপি নিজাম উদ্দিন হাজারীর অনুসারী বলে স্থানীয়রা জানিয়েছেন। যদিও নিজাম হাজারী এ অভিযোগ অস্বীকার করেছেন।

র‌্যাব-৭ এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে শটগান ৫টি, এসবিবিএল ১টি, বিদেশী পিস্তল ৫টি, এলজি ৪টি। এছাড়া ১৬টি রামদাও উদ্ধার করা হয়েছে। নেতাকর্মীদের আটকের প্রতিবাদে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। স্থানীয়রা জানিয়েছেন, গত ২রা জুন বিকালে সোনাগাজীতে যুবলীগ কর্মী আজিজুল নিহত হন। ওই হত্যকা-ের প্রতিবাদে শনিবার সোনাগাজীতে প্রতিবাদ সমাবেশ ছিল। সমাবেশ শেষে নেতাকর্মীরা ফেনী শহরে ফিরছিলেন।