• শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪

ফেনসিডিলবাহী পাজারো উল্টে চালক নিহত


প্রকাশিত: ১:০৯ পিএম, ১১ এপ্রিল ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৫৬ বার

জেলা প্রতিনিধি  .সাতক্ষীরা   :  সাতক্ষীরার লাবসায় ফেনসিডিলবাহী একটি পাজেরো গাড়ি নিয়ন্ত্রণ 4হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গাড়ি তল্লাশি করে নয় বস্তা ভর্তি ভারতীয় ফেনসিডিল আটক করা হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছেন, ফেনসিডিল বহনকারী গাড়িটি দ্রুতবেগে চালাতে গিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় গাড়ির আরোহী নিহত হন। তবে গাড়ির (ঢাকা মেট্রো ঘ ১১- ৯২৬৫) চালক পলাতক রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইনামুল হক জানান,  সোমবার ভোরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসীদের বরাত দিয়ে তিনি জানান,  গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এ সময় অজ্ঞাত পরিচয়ের এক আরোহী নিহত হন। তিনি একজন চোরাচালানি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে এখনও কেউ শনাক্ত করতে পারেননি বলে জানান তিনি।

তিনি আরও জানান, তার গাড়ি তল্লাশি করে নয় বস্তা ভর্তি ভারতীয় ফেনসিডিল আটক করা হয়েছে।