• শনিবার , ১৬ নভেম্বর ২০২৪

‘ফেনসিডিলখোর’ সেই বিচারকের আত্মসমর্পণ


প্রকাশিত: ৩:০৭ পিএম, ১৪ আগস্ট ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২৬ বার

কোর্ট রিপোর্টার  :  ফেনসিডিল বহনের দায়ে বিচারিক আদালতের রায়ে চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত ভোলার সাবেক jabed_imam-judge-www.jatirkhantha.com.bd(বরখাস্তকৃত) জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমাম আত্মসমর্পণ করেছেন।আপিল বিভাগের নির্দেশে রোববার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামছুন নাহারের আদালতে তিনি আত্মসমর্পণ করেন।

এর আগে গত ৭ আগস্ট জাবেদ ইমামকে হাইকোর্ট থেকে খালাস করে দেয়া রায় স্থগিত করে সাতদিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধী সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সংক্রান্ত রাষ্ট্রপক্ষের এক লিভ টু আপিল মঞ্জুর করে এই নির্দেশ দেয়া হয়।আপিলের নির্দেশ অনুযায়ী জাবেদ ইমাম আজ নিম্ম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

২০১২ সালের ১ ডিসেম্বর রাজধানীর ইডেন কলেজের সামনে গাড়িতে ব্যাগভর্তি ফেনসিডিলসহ গ্রেফতার হন ভোলার তৎকালীন সহকারী জজ জাবেদ ইমাম।এ ঘটনায় নিউমার্কেট থানার উপ-পরিদর্শক নূর হোসেন বাদী হয়ে মাদক আইনে ওইদিনই মামলা করেন।

একই বছরের ২০ ডিসেম্বর জাবেদ ইমামকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। পরে ২০১৩ সালের ২৭ আগস্ট জাবেদ ইমামকে চার বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন জাবেদ ইমাম।শুনানি শেষে ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ নিম্ন আদালতের রায় বাতিল করে বিচারক জাবেদ ইমামকে খালাস দেন। পরে হাইকোর্টের এই খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করেন।

২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর শেষ করে ২০০৮ সালের মে মাসে সহকারী জজ হিসাবে চাকরি শুরু করেন জাবেদ ইমাম। তার গ্রামের বাড়ী ঝিনাইদহ সদরের আমদলিয়ায়।