• শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪

ফুটবল-হকির মতো ক্রিকেটেও-লাল কার্ড ?


প্রকাশিত: ৮:২১ পিএম, ১১ ফেব্রুয়ারি ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪৪ বার

redcard272wayঅনলাইন ডেস্ক রিপোর্টার : ফুটবল ও হকির মতো ক্রিকেটেও দেখা যেতে পারে লাল কার্ড। ক্রিকেটে মাঠেই শাস্তি দেওয়ার নতুন নিয়ম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে।ক্রিকেটের আইনের রক্ষক ম্যারিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) যুক্তরাজ্যে লিগ, স্কুল আর এমসিসি বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন শাস্তি ব্যবস্থার ট্রায়ালে অংশ নেওয়ার আহবান জানিয়েছে, যেখানে আম্পায়ারদের মাঠে খেলোয়াড়দের শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হবে।

খুব শিগগিরই হয়ত মাঠ থেকে বহিষ্কৃত হতে অথবা ১০ ওভারের জন্য মাঠের বাইরে যেতে হতে পারে ক্রিকেটারদের।  বর্তমানে মাঠের আম্পায়াররা খেলা শেষে খেলোয়াড়দের বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে রিপোর্ট দেন। এরপরই ব্যবস্থা নেওয়া যায়।  কিন্তু তখন ক্রিকেট মাঠে সরাসরি শাস্তি দেয়া সম্ভব হবে।এমসিসি জানায়, বিশ্বজুড়ে মাঠে ক্রিকেটারদের আচরণের অধঃপতন হচ্ছে। সহিংসতার কারণে গত বছর যুক্তরাজ্যে পাঁচটি ম্যাচ পণ্ড হয়েছে বলে জানায় এমসিসি।

ব্যাটিংয়ের সময় আম্পায়ারকে হুমকি দেওয়া, শারীরিকভাবে হেনস্তা করা বা বর্ণবাদী আচরণের মতো অপরাধের জন্য ব্যাটসম্যানকে আহত অবসর দেওয়া হতে পারে।  তৃতীয় পর্যায়ের অপরাধের জন্য একজন খেলোয়াড়কে ১০ ওভারের জন্য মাঠের বাইরে থাকার শাস্তি দেওয়ার প্রস্তাব করেছে এমসিসি। আর তৃতীয় পর্যায়ের অপরাধের মধ্যে হুমকি দেওয়া, বর্ণবাদী আচরণ আর বোলিংয়ে বিমার দেওয়া পড়ে।এছাড়া কম পর্যায়ের অপরাধের জন্য দলকে ৫ রান জরিমানা করার প্রস্তাব করা হয়েছে।