• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

ফুটবল বাঁচানোর কান্না-সালাহউদ্দিন জিতলেন কাঁদলেন এবং কাঁদালেন


প্রকাশিত: ১:৫৮ এএম, ১ মে ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৬৪ বার

ক্রীড়া প্রতিবেদক :    ফুটবল বাঁচানোর কান্না-শেষমেষ জিত হলো সালা্হউদ্দিনের। আর এই জয়ে salauddin-www.jatirkhantha.com.bd2সালাহউদ্দিন কাঁদলেন এবং কাঁদালেন অনেককে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে।

সবাই বলাবলি করছে সত্যের জয় হয়েছে-ফুটবলের জয় হয়েছে, যারা দেশের ফুটবল বাঁচাতে চান তাদেরই জয় হয়েছে।

নির্বাচনে কিংবদন্তি ফুটবলার কাজী মোহাম্মদ সালাহউদ্দিন ৮৩ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি কামরুল আশরাফ খান পোটন পেয়েছেন ৫০ ভোট।

নির্বাচন কমিশন যখন ফলাফল ঘোষণা করে তখন নির্বাক হয়ে বসেছিলেন সালাহউদ্দিন। যখন তাকে বিজয়ী ঘোষণা করা হয় তখন হর্সধ্বনি আর উল্লাসে মেতে ওঠে তার সমর্থকরা। কেউ কেউ জয়বাংলা স্লোগান দেয়। সালাহউদ্দিনকে জড়িয়ে ধরে অভিনন্দন জানাতে থাকে। অভিনন্দনের তোড়ে সালাহউদ্দিন একবার এদিক, আরেকবার ওদিক যাচ্ছিলেন।

এমন সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এসে সালাহউদ্দিনকে জড়িয়ে ধরে কাঁদকে শুরু করেন। তার কান্না দেখে নিজেকে আর সামলাতে পারেননি সভাপতি। তিনিও হাউমাউ করে কেঁদে ফেলেন।

সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির কান্না দেখে উপস্থিত অনেকেই কেঁদে ফেলেন। অনেককে চোখ মুছতে দেখা যায়। এমন কী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়ও চোখ মুছতে থাকেন।