• রোববার , ১৭ নভেম্বর ২০২৪

ফুটপাত দখলমুক্ত করতে গুলিস্তানে ব্যবসায়ী-হকারদের মধ্যে সংঘর্ষ


প্রকাশিত: ২:৩৭ পিএম, ১০ জুন ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৪১ বার

1
স্টাফ রিপোর্টার   :  রাজধানীর গুলিস্তানে মার্কেট ব্যবসায়ী ও ফুটপাতের হকারদের মধ্যে সংঘর্ষ চলছে। ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, পুলিশের টিয়ার শেল এবং হকারদের চৌকি ও অ2ন্যান্য সামগ্রীতে অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।ফুটপাত দখলমুক্ত করার ইস্যু নিয়ে ব্যবসায়ী ও হকারদের মধ্যে বৃহস্পতিবার থেকে এ সংঘর্ষের সূত্রপাত।

এর জের ধরেই শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার মার্কেটের ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয়পক্ষই রাস্তায় গাড়ি ভাঙচুর চালায়। হকারদের পণ্যবিক্রির চৌকিসহ তাদের পণ্যে আগুন দেন ব্যবসায়ীরা। অন্যদিকে মার্কেটে ভাঙচুর চালানোর চেষ্টা চালায় হকাররা।

এসময় মেয়র হানিফ ফ্লাইওভারসহ পুরো গুলিস্তান এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে পুলিশ, হকার ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।