• মঙ্গলবার , ১৩ মে ২০২৫

ফার্মের মুরগি-সেই বখাটে করিম পালিয়েছে-শিক্ষার্থীদের ভাংচুর


প্রকাশিত: ৪:৫৫ পিএম, ২০ অক্টোবর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৩০৪ বার

স্টাফ রিপোর্টার : ফার্মের মুরগি-সেই বখাটে করিম এবার ভয়ে পালিয়েছে।আজ বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের তার দোকান ভাংচুর 1করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর চিড়িয়াখানা রোডের বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির দুই ছাত্রীকে পেটানোর ঘটনায় বখাটে করিমের দোকান ভাঙচুর করেছেন ওই কলেজের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ১১টায় বিসিআইসি কলেজের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা এ ভাঙচুর করেন।মানববন্ধনে কলেজের ভাইস প্রিন্সিপাল আফরাফুল ইসলাম বখাটেদের শান্তি দাবি করেন।

2বেলা ১১টার দিকে মানববন্ধন চলাকালে কলেজের একদল বিক্ষুদ্ধ শিক্ষার্থী করিমের অহনা ফাস্ট ফুট অ্যান্ড খাবারের হোটেলে ভাঙচুর চালান। এসময় শিক্ষার্থীরা একটি বাসও ভাঙচুর করার চেষ্টা করেন। তবে এর মধ্যে পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে কলেজ প্রাঙ্গণে ফেরত পাঠায়। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা কলেজের সামনে প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

ঢাকা মেট্রোপলিটল পুলিশের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার সৈয়দ মামুন মোস্তফ বলেন, গতকালের হামলার ঘটনায় মানববন্ধন করছিল বিসিআইসি কলেজের শিক্ষার্থীরা। এসময় কলেজের শিক্ষার্থীরা জীবন করিমের দোকান ভাঙচুর করে। আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে কলেজে ফেরত পাঠিয়েছি।

ওই হামলার মামলা প্রসঙ্গে সৈয়দ মামুন মোস্তফ বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আর মূল আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

গতকাল বুধবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর চিড়িয়াখানা রোডের বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির দুই ছাত্রীকে বাঁশ দিয়ে পেটায় স্থানীয় বখাটেরা। তাদের পিটুনীতে দুই ছাত্রীর একজনের পা ভেঙে যায়। তাকে গুরুতর আহতাবস্থায় স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ওই দুই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শাহ আলী থানায় একটি মামলা করেন।