‘ফাঁসির দড়ি থেকে বাঁচতে মীর কাসেম রিভিউ আবেদন করবেন’
সাইফুল বারী মাসুম : ফাঁসির দড়িতে চরম উদ্বিগ্ন হয়ে পড়ছেন মীর কাসেম আলী। ফাঁসির দড়ি থেকে বাঁচতে মির কাশেম আলী রিভিউ আবেদন করবেন বলে জানিয়েছেন তার ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম।
কাশিমপুর কারাগারের জেলার জাতিরকন্ঠকে জানিয়েছেন, ৭১-এর মানববতা বিরোধী অপরাধী ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করেছেন তার ছেলে ও আইনজীবীরা।
শনিবার সকালে পাঁচ সদস্যের একটি আইনজীবী দল গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ তে সাক্ষাৎ করতে আসেন।
সাক্ষাৎ শেষে মীর কাসেম আলীর আইনজীবী মতিউর রহমান আকন্দ জাতিরকন্ঠকে বলেন, ‘মীর কাসেম আলীর সর্বোচ্চ আদালতের দেয়া ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবেন বলে জানিয়েছেন। এ জন্য আমাদের প্রস্তুতি নিতে বলেছেন। রিভিউ শুনানিতে মীর কাসেম আলী খালাস পাবেন বলেও মনে করেন তিনি।’
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার নাশির আহমেদ জানান, শনিবার সকালে মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, ব্যারিস্টার নজিবুর রহমান, আইনজীবী মতিউর রহমান আকন্দ ও ব্যারিস্টার মো. নূরুল্লাহসহ পাঁচজন আইনজীবী মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২টা ২৫ মিনিট পর্যন্ত ওই কারাগারে বন্দি মীর কাসেম আলী সঙ্গে সাক্ষাৎতের সুযোগ দেয়া হয়।
উল্লেখ্য, গ্রেফতারের পর ২০১২ সাল থেকে মীর কাসেম আলী কাশিমপুর কারাগারে রয়েছেন। তিনি হাজতবাসকালে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন। দণ্ডপ্রাপ্তির পর তাকে ফাঁসি কনডেম সেলে বন্দি রাখা হয়েছে।