• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

প্রেসিডেন্টের মেয়ে কাজ করে হোটেলে পাহারা দেয় গোয়েন্দারা


প্রকাশিত: ২:১৫ এএম, ৬ আগস্ট ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৭৪ বার

বোস্টন হেরাল্ড অবলম্বনে আসমা খন্দকার  :  বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক 44ওবামার মেয়ে এখন রেস্তোরাঁর কর্মী! ওবামার ১৫ বছর বয়সী ছোট মেয়ে সাশা কাজ করছে ম্যাসাচুসেটসের মার্থা ভিনিয়ার্ডের একটি রেস্তোরাঁর নাম ন্যান্সি। সামুদ্রিক খাবার আর মিল্কশেকের জন্য বিখ্যাত ওই রেস্তোরাঁটিতে কাজ করার কারণ হলো নিজেকে একটু স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার অভ্যাস তৈরি করা।

সাশা সাধারণ একজন কর্মীর মতো ওই রেস্তোরাঁয় কাজ করছে। তার নিরাপত্তায় সেখানে সব সময় থাকছেন ছয়জন গোয়েন্দা কর্মকর্তা। তবে মজার ব্যাপার হচ্ছে, সাশার সহকর্মীরা প্রথমে তাকে চিনতে পারেনি। কারণ, সে তার নাম বলেছে নাতাশা। তবে এই ছয়জন বহিরাগত ব্যক্তির ব্যাপারে নাখোশ থাকলেও সাশার পরিচয় জানার পর সব সহকর্মী তো হতবাক। অবশ্য তার এই ‘চাকরি’ বেশি দীর্ঘ হচ্ছে না। দিনে চার ঘণ্টা সেখানে কাজ করেছে সাশা।

33দেখা গেছে, প্রেসিডেন্টের ছোট মেয়ে ওই রেস্তোরাঁর পোশাক নীল টি-শার্ট ও টুপি পরে কাজ করছে। সাশার এক সহকর্মী মার্কিন একটি গণমাধ্যমকে বলেন, ‘তার (সাশা) কাজে আমরা খুশি। আমরা প্রথমে বুঝতে পারিনি। আমরা প্রথমে অবাক হয়েছিলাম কেন তার জন্য ছয়জন গোয়েন্দা কর্মকর্তা আছেন। পরে আমরা বুঝতে পারি যে সে কে।’

কিছু সময় কাউন্টার সামলানোর পর ওই রেস্তোরাঁয় সাশার কাজ হলো টেবিলের পাশে দাঁড়িয়ে ক্রেতাদের অর্ডার নেওয়া এবং মধ্যাহ্নভোজের প্রস্তুতির জন্য অন্যদের সাহায্য করা। তার নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা গোয়েন্দা দল রেস্তোরাঁর বাইরে একটি বড় গাড়িতে অপেক্ষা করে অথবা যখন পর্যটকদের খাবার সরবরাহ করে, তখন তার বেঞ্চের পাশেই তাঁদের দেখা যায়।
00
ম্যাসাচুসেটসের মার্থা ভিনিয়ার্ডের ন্যান্সি নামের এই রেস্তোরাঁয় গ্রীষ্মে কাজ করছে সাশা।তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে মার্কিন গণমাধ্যমের ওই প্রতিবেদনের ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। কিন্তু মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা অতীতে যেভাবে তাঁর সন্তানদের ব্যাপারে কথা বলেছেন এবং বিভিন্ন সময়ে যা দেখা গেছে, তাতে এ ব্যাপারটি অনেকটা স্বাভাবিকই মনে হচ্ছে।

সাশার ১৫ বছরের জীবনের প্রায় আট বছর কেটেছে হোয়াইট হাউসে কড়া নিরাপত্তার মধ্যে। বাবার প্রেসিডেন্টের দুইবারের মেয়াদ শেষ হওয়ায় আগামী জানুয়ারিতেই ছাড়তে হবে হোয়াইট হাউস। তাই গ্রীষ্মের ছুটিতে নিজের মতো সময় কাটাতেই এ কাজ করছে প্রেসিডেন্টের কন্যা।

ম্যাসাচুসেটসের ওই রেস্তোরাঁটি বারাক ওবামার বন্ধুর। প্রতিবছর গ্রীষ্মের ছুটি কাটাতে গিয়ে এখানেই খাওয়াদাওয়ার কাজ সারে ওবামা পরিবার। এবারও আসবেন। তখনো সঙ্গে করে নিয়ে যাবে ছোট মেয়েকে।