• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

প্রেম তালাক বিরাট অনুষ্কার-দায়ি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’


প্রকাশিত: ৩:২৫ পিএম, ১২ এপ্রিল ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৩১ বার

 

2প্রিয়া রহমান : এবার কপাল পুড়ছে বিরাটের। প্রেম তালাক হয়ে যাচ্ছে বিরাট অনুষ্কার।এর জন্যে দায়ি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি। বিরাট কোহলিকে আউট করে ফাওয়াদ খানকে বেছে নিলেন অনুষ্কা শর্মা?

এমনিতেই তো বিরাট-অনুষ্কার প্রেমে জটিলতা চলছিল। দিন কয়েক আগে শোনা গেল, সব অভিমান কাটিয়ে এক সঙ্গে ডিনারে গিয়েছেন তাঁরা।

1কিন্তু সেই বিরাটকে বাদ দিয়েই ফাওয়াদ খানকে বেছে নিলেন নায়িকা? তাঁর জন্য নাকি ঘর ছাড়তেও রাজি?অবাক হওয়ার মতো খবর তো বটেই। কিন্তু এই ঘটনা রিয়েল লাইফের নয়, রিল লাইফের।

পরিচালক কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে থাকছে অনুষ্কা এব‌ং ফাওয়াদের প্রেমের গল্প। একই ছবিতে পরিচালক ফ্রেমবন্দি করেছেন ঐশ্বর্যা রাই বচ্চন এবং রণবীর কপূরের প্রেমও। ছবিতে দু’টি গল্পই একই সঙ্গে এগোবে।

জানা গিয়েছে, ধনী ব্যবসায়ীর একমাত্র মেয়ে অনুষ্কা রেডিও জকি ফাওয়াদের প্রেমে পড়বেন। চূড়ান্ত নাটকীয়তার মধ্যে দিয়ে পরিণতি পাবে তাঁদের প্রেম। আর সেখানেই নাকি ফাওয়াদের জন্য ঘর ছাড়বেন অনুষ্কা।