• শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪

প্রেমের সমন- মৌ মধুবন্তী


প্রকাশিত: ২:০১ এএম, ৩ ফেব্রুয়ারি ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২৫৬ বার

 

pp

ও ভালোবাসা! তোর ভেতর এতো কিসের ঝড়
এই আসিস সাড়ম্বরে, এই যাস চলে করে হড়বড়
দুই বাসিন্দায় দুই জনে ছিলে নির্জনে একাকী অথবা একান্তে
কি কারণে দেখা হলো হঠাৎ ভূল করে?
যাবার বেলায় মঙ্গল কামনা ছিল নেহায়েত ছল
ভালোবাসা হলে,
ভালোবাসা ভাঙ্গে, একি করুণ হলাহল
ছিল তো দু’জনে বেশ অচেনা, কোন প্রশ্ন ছিল না
যখন হলো চেনা জানা
আসলেই কেউ কাউকেই চেনেনি, মিছে গড়েছে
সময়ের প্রসাদ উপাসনা
দেবদাস গেট পার্বতী পুরে
বন্ধ হয়ে গেছে কোলাহলে
কোনদিন আর খুলবে না তালা,
অথবা শুদ্ধ বাংলা
জগতের নিয়মে মেখলা পরে
নারী সে উড়বে শুন্যে আকাশে
তবুও হেরে গিয়ে জিত দেখাবে
ভুল বলে অভিধানে লেখেনি কিছু সে
সিঁদ কাটা সাহেব এসে ছিন্নভিন্ন করে
স্বপ্ন -মায়াজাল- বিবি ও টেক্কার ঘরে
একি খলখল হাসি, সব গেল ভাসি
সময়ের মনন্তরে লাশ রাশি রাশি
পাঁজরে বিঁধিয়ে দেয়া নির্মম সুখ
ভালোবাসা মরে না, এ কেবল অসুখ
যখন তখন যেখানে যেমন হঠাৎ আক্রমণ
এই ব্যাধি থেকে মুক্তির নেই প্রয়োজন
কালশাপ-অভিশাপ রক্ত চোষা জীবন
সব ফুরাবে। নিশ্বাসে বইবে উর্দ্ধ বায়ু ও পবন
এইখানে অক্ষরে অক্ষরে লেখা প্রেমের সমন!

টরন্টো, কানাডা, থেকে পৃথিবী
মধ্যরাতের পরে ২.৩৬..