• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

প্রাণ বাঁচাতে মরিয়া নিজামী রিভিউ আবেদন করলেন


প্রকাশিত: ৫:০২ পিএম, ২৯ মার্চ ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৩৩৩ বার

সুপ্রীমকোর্ট  রিপোর্টার  :  প্রাণ বাঁচাতে মরিয়া নিজামী;  1সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মৃত্যুদণ্ডের রায় পুনির্বিবেচনা চেয়ে রিভিউ পিটিশন দাখিল করেছেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। মঙ্গলবার বেলা ১১টায় আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেছেন তার আইনজীবীরা।

রিভিউ পিটিশনে মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে খালাস চাওয়া হয়েছে। নিজামীর আইনজীবী ব্যারিস্টার নাজিব মোমেন জানিয়েছেন, রিভিউ পিটিশনে ৪৬টি আইনগত যুক্তি তুলে ধরা হয়েছে।

বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। পরে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের ওই রায় বহাল রাখে আপিল বিভাগ। আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত ১৫ মার্চ প্রকাশ পায়। নিয়মানুযায়ী রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে আসামিকে রিভিউ পিটিশন দাখিল করতে হয়। সেই মোতাবেক আজ রিভিউ পিটিশন দাখিল করা হলো।