• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

প্রশ্নফাঁস সন্দেহ-নিষিদ্ধ স্মার্টফোন সঙ্গে থাকায় ৩ শিক্ষক পাকরাও


প্রকাশিত: ২:১৯ পিএম, ২ এপ্রিল ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪৭ বার

111

স্টাফ রিপোর্টার :  স্মার্ট ফোন সঙ্গে থাকায় তিন শিক্ষককে আটক নিষিদ্ধ স্মার্টফোনে প্রশ্নফাঁস সন্দেহের জের ধরে ৩ শিক্ষককে পাকরাও করেছে পুলিশ। পুলিশ জানায়, চক্রটিকে ট্রেজারি থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্ন নেওয়ার সময় কাছে স্মার্ট ফোন থাকায় তাদের আটক করা হয়।

এরা হলেন হাবিবুল্লাহ বাহার কলেজের সহযোগী অধ্যাপক আবদুর রশীদ এবং টি অ্যান্ড টি মহিলা কলেজের প্রভাষক নাঈমা নাসরীন ও মাহবুবুর রহমান।রোববার সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি ট্রেজারি থেকে এইচএসসির প্রথম দিনের প্রশ্ন আনতে গিয়েছিলেন এই তিন শিক্ষক।

সকালে ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এর মানে (প্রশ্ন) বের হওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুকে চলে যায়। তারা তো সেখানে (ট্রেজারিতে) স্মার্ট ফোন নিয়ে যেতে পারেন না, নিয়মই নেই।

মন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে, আইনি ব্যবস্থাও নেওয়া হবে, কেউ কোনোভাবেই রেহাই পাবেন না।পরীক্ষা কেন্দ্রে একমাত্র কেন্দ্র সচিব মোবাইল ফোন ব্যবহার করতে পারলেও তা স্মার্ট ফোন হওয়া যাবে না। কেন্দ্র সচিবের বাইরে কোনো শিক্ষকই মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।