• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

প্রধানমন্ত্রী নিরাপদ অবতরণে ব্যর্থ হলে মর্মান্তিক বিপর্যয় হতো-কাদের


প্রকাশিত: ৭:০৬ পিএম, ২ ডিসেম্বর ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৩২ বার

স্টাফ রিপোর্টার  :  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে oবহনকারী বিমান নিরাপদে অবতরণ করতে ব্যর্থ হলে জাতীয় জীবনে মর্মান্তিক বিপর্যয় হতে পারত।জাতীয় জীবনে মহাসংকটের কালো থাবা নেমে আসত উল্লেখ করে ওবায়দুল বলেন, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেফাজত এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় ও দোয়া করা হয়েছে।

শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ আওয়ামী লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, আজ সারাদেশের সকল ধর্মের উপাসনালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিল ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল। এ কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।