• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

প্রধানমন্ত্রীর কানের চিকিৎসার জন্য বিদেশে যাওয়া জাতির জন্য লজ্জাজনক-জাফরুল্লাহ


প্রকাশিত: ৬:১৬ পিএম, ২৭ মে ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১০৫ বার

বিশেষ প্রতিবেদক   :   প্রধানমন্ত্রী কানের চিকিৎসার জন্য বিদেশে যান যা জাতি তথা দেশের জন্য 1লজ্জাজনক ও বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী তার কানের চিকিৎসা করানোর জন্য বিদেশে যান। রাষ্ট্রপতির কাজ নেই তবুও তিনি প্রতি ৩ মাস অন্তর অন্তর চিকিৎসা করাতে বিদেশে যান। এটা আমাদের জাতির জন্য লজ্জাজনক ও বেদনাদায়ক।

তিনি বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী-এমপিদের সন্তানরা যতদিন বিনা চিকিৎসায় মারা না যাবে ততদিন এদের বোধদয় হবে না এবং জাতিও এর থেকে পরিত্রাণ পাবে না।

বাংলাদেশের সকল হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলিতে ২৪ ঘণ্টা ডাক্তার ও নার্সদের উপস্থিতি এবং তাদের সেবা থাকা জরুরি। যা আমাদের দেশে অনুপস্থিত। প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি যদি দেশে চিকিৎসা করাতেন তাহলে এদেশে চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটত বলেও মন্তব্য করেন তিনি।

নিরাপদ চিকিৎসা সেবা প্রতিষ্ঠা করতে হলে দলমত নির্বিশেষে সবাইকে সচেতন হতে এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দেশের মুক্তিযোদ্ধার অন্যতম এই সংগঠক। নিরাপদ চিকিৎসা সেবা আন্দোলন “বাঁচার মত বাঁচতে চাই-নিরাপদ চিকিৎসা সেবা পেতে চাই” শীর্ষক এ মানববন্ধনের আয়োজন করে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক শরীফ মোস্তফাজামান লিটু এর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান আব্দুল্লাহ জিয়া, জাতীয় মানবাধিকার সমিতির উপদেষ্টা কাজী মনিরুজ্জামান, নিরাপদ চিকিৎসা সেবা আন্দোলনের অন্যতম নেতা ইসমাইল তালুকদার খোকন, জাহানারা বেগম, মাস্টার আব্দুস সোবহান, জাহিদ আহমেদ, জুলফিকার বিশ্বাস, কাওসার হামিদ, আব্দুল জলিল প্রমুখ।