• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

প্রধানমন্ত্রীর রূপগঞ্জ সফর উপলক্ষে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের বাসভবনে মতবিনিময় সভা


প্রকাশিত: ৮:১১ পিএম, ১৭ জানুয়ারী ২৩ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১১৭ বার

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপগঞ্জ সফর উপলক্ষে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে গত সোমবার তাঁর বাসভবনে নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে সংসদ সদস্য শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪), রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ, বসুন্ধরা গ্রুপের পরিচালক লিয়াকত হোসেন, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।