• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

প্রধানমন্ত্রীর ভালবাসায় মুগ্ধ আজলিয়া


প্রকাশিত: ৭:১০ পিএম, ১৫ সেপ্টেম্বর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪৬ বার

বাকিংহামসায়ার থেকে ইমরুল কায়েস   :   প্রধানমন্ত্রীর ভালবাসায় মুগ্ধ হলেন টিউলিপের মেয়ে আজলিয়া। জন্যে   কানাডা ajolia-www-jatirkhantha-com-bdajolia-2-www-jatirkhantha-com-bdও যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে খুব স্বল্প সময়ের জন্য যাত্রা বিরতি করলেও পরিবারের সদস্যদের বঞ্চিত করেননি। বিশেষ করে ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের মেয়ে আজলিয়ার জন্য রেখেছিলেন বাড়তি সময়।

আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা যখন প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাতে হোটেলে উপস্থিত হন, প্রধানমন্ত্রী আজলিয়াকে কোলে নিয়েই নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।

এছাড়াও দীর্ঘ সময় ধরে আজলিয়া প্রধানমন্ত্রীর কোলে খেলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর সাথে টিউলিপ কন্যার এই নিয়ে দ্বিতীয়বার দেখা হলো। এর আগে মে মাসে প্রধানমন্ত্রী লন্ডন সফরকালে নবজাতক আজলিয়াকে দেখে গিয়েছিলেন।