• মঙ্গলবার , ১৪ জানুয়ারী ২০২৫

প্রধানমন্ত্রীর চা-পিঠার আমন্ত্রণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ও ফেডারেশন নেতাদের


প্রকাশিত: ৫:০২ এএম, ১৮ জানুয়ারী ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৯৯ বার

hasina-www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিবেদক:  অবশেষে সাড়া দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ গণভবনে  প্রধানমন্ত্রী চা ও পিঠার আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা বিশ্ব  শিক্ষক ও শিক্ষক সমিতির নেতাদের।অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি ও বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতির অষ্টম দিনে সোমবার বিকেল সাড়ে ৪টায় গণভবনে শিক্ষক নেতাদের ডেকেছেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে ৮ দফা চিঠি দিলেও সরকার প্রধানের সাক্ষাৎকার পাননি শিক্ষক নেতারা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, আজ (সোমবার) গণভবনে প্রধানমন্ত্রী চা ও পিঠার আমন্ত্রণ জানিয়েছেন সমাজের বিশিষ্টজনদের। এরই ধারাবাহিকতায় শিক্ষক সমিতি ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদেরও আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রীর প্রোটকল অফিসার।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আমরা যাব সেখানে। যদি আমাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলার সুযোগ থাকে তাহলে সেটাও বলা হবে।’

teacher-fedaration-www.jatirkhantha.com.bdশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকদের রূপরেখা: ৮ম বেতন কাঠামোর বৈষম্য ও অসঙ্গতি নিরসনের একটি রূপরেখা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছেন আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা। রোববার বিকেল ৪টায় মন্ত্রণালয়ে গিয়ে এই প্রতিবেদন জমা দেন ফেডারেশন সভাপতি অধ্যাপক. ড. ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে যাই। শিক্ষা সচিবের কাছে আমাদের প্রতিবেদনটি উপস্থাপন করি। এরপর শিক্ষা সচিব অচলাবস্থা নিরসনে আমাদের আশ্বস্ত করেন। সমস্যা নিরসনে অতিরিক্ত সচিব হেলাল উদ্দিনকে দ্রুতই দাফতরিক কাজ শুরুর ব্যাপারে নির্দেশ দেন।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতা অধ্যাপক এজেএম শফিউল আলম ভূঁইয়া বলেন, ‘শিক্ষকদের দাবিদাওয়া পূরণের রূপরেখা নিয়ে একটি প্রতিবেদন রোববার শিক্ষক নেতারা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছে। আশা করি, খুব শিগগিরই একটি গ্রহণযোগ্য সমাধানে আসা সম্ভব হবে।’